মঙ্গলবার, ১১ মে, ২০২১ ০০:০০ টা

সুন্দর গ্রীষ্মের স্বপ্ন দেখালেন জার্মানির টপ ভাইরোলজিস্ট

সুন্দর গ্রীষ্মের স্বপ্ন দেখালেন জার্মানির টপ ভাইরোলজিস্ট

ক্রিশ্চিয়ান ড্রস্টেন

করোনায় গোটা বিশ্ব কাঁপছে। ভারত ও ল্যাটিন আমেরিকার দেশগুলো এখন এর ভয়ংকর রূপ দেখলেও একটু দম নিতে পারছে ইউরোপের দেশগুলো। এ অবস্থায় আশার আলো দেখাতে চাচ্ছেন জার্মানির বিশিষ্ট ভাইরোলিজিস্ট ক্রিশ্চিয়ান ড্রস্টেন। তিনি বলছেন, ‘আগামউ গ্রীষ্মের দিনগুলো খুব সুন্দর হতে পারে। বার্লিন শারিটে ইনস্টিটিউটের প্রধান ভাইরোলিজিস্ট ড্রস্টেন জনগণকে উৎসাহিত করে বলেন, ‘সবার দায়িত্বশীল আচরণের কারণেই সম্ভবত জার্মানিতে সংক্রণের হার কমছে।’ যুক্তরাজ্যে ৫০ শতাংশ মানুষের টিকাদান হয়ে গেছে, জার্মানিতে সে সংখ্যা এখন শতকরা ৩২ ভাগ। যুক্তরাজ্যের মতো টিকাদান পৌঁছে গেলে মুক্ত এলাকায় আবার অনেক কিছু করা সম্ভব হতে পারে বলে দেশের নাগরিকদের উৎসাহ দিয়েছেন তিনি।

ক্রিস্টিয়ান ড্রস্টেন করোনা সংক্রমণের হার কমার গতি নিয়ে খুবই আত্মবিশ্বাসী। তার মতে, টিকা নেওয়ার ফলাফল জুনের প্রথমদিকে বোঝা যাবে। গ্রীষ্ম সুন্দর হতে পারে বলে আশার আলো দেখালেন ঘরবন্দী প্রায় ধৈর্যহারা জনগণকে। রবিবার রাতে জেডএএফ টিভি চ্যানেলের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অন্যদিকে রবিবার সন্ধ্যায় বিল্ড পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাভারিয়ার মুখ্যমন্ত্রী মার্কুস স্যোয়ডার বলেন, ‘আমরা এখনো বিপদমুক্ত নই, নতুন আইনে জুন পর্যন্ত লকডাউন চালিয়ে যাওয়ার পর হয়তো সামগ্রিক পরিস্থিতি আরও ভালো বোঝা যাবে।’ এ মুহূর্তে করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণাধীন বলে মনে হলেও সতর্ক থাকা জরুরি। জার্মানিতে ১২ বছরের বেশি বয়সীদের করোনা টিকা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত খুব ভালো বলে মনে করেন টপ ভাইরোলজিস্ট ক্রিস্টিয়ান ড্রস্টেন।

 

সর্বশেষ খবর