মঙ্গলবার, ১১ মে, ২০২১ ০০:০০ টা

সাইবার হামলায় জব্দ যুক্তরাষ্ট্র

করোনা আবহেই এবার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি জো বাইডেন প্রশাসন। সাইবার হামলায় থমকে গেছে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ পাইপলাইন সংস্থা কলোনিয়াল পাইপলাইনের সব নেটওয়ার্ক। ফলে রীতিমতো বিপাকে মার্কিন প্রশাসন। র‌্যানসামওয়্যার অ্যাটাকের পর বন্ধ করে দেওয়া হয়েছে জ্বালানি সরবরাহ। ইতিমধ্যে ১৭টি রাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় জারি করা হয়েছে রিজিওনাল ইমারজেন্সিও। ডার্কসাইড নামে একটি গ্রুপকে এ সাইবার হামলার জন্য দায়ী করা হচ্ছে। যদিও কেউ এ নিয়ে কোনো বিবৃতি এখনো জানায়নি। ঘটনার তদন্তে নেমেছে হোয়াইট হাউস। আমেরিকার পূর্ব উপকূলে মোট জ্বালানির প্রায় অর্ধেক সরবরাহ করে কলোনিয়াল পাইপলাইন নামের সংস্থাটি। প্রতিদিন ২৫ লাখ ব্যারেল গ্যাসোলিন, ডিজেল, জেট ফুয়েল এবং অন্যান্য শক্তিসম্পদ তারা সরবরাহ করে ৫ হাজার ৫০০ মাইল লম্বা পাইপলাইনের মাধ্যমে। অর্থাৎ দেশের জ্বালানির প্রায় ৪৫ শতাংশ সরবরাহ করে এ সংস্থাটিই। কিন্তু গত শুক্রবারই সাইবার হানার শিকার হয় সংস্থাটি। বন্ধ হয়ে যায় সার্ভার। একের পর এক কম্পিউটারে হানা দেয় হ্যাকাররা। তার পরই বন্ধ করে দেওয়া হয় জ্বালানি সরবরাহ। বিপাকে পড়ে বাইডেন প্রশাসন। তড়িঘড়ি তদন্তেও নামেন মার্কিন গোয়েন্দারা। প্রাথমিক তদন্তে তাদের আশঙ্কা, অর্থ আদায়ের উদ্দেশ্যেই পরিকল্পনামাফিক শুক্রবার এ সাইবার হামলা চালানো হয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, শনিবার সকালেই জো বাইডেনকে পুরো বিষয়টি জানানো হয়। সংস্থাটি যাতে দ্রুত সমস্যা মিটিয়ে জ্বালানির জোগান অব্যাহত রাখতে পারে সে বিষয়েও সচেষ্ট বাইডেন প্রশাসন।

সর্বশেষ খবর