মঙ্গলবার, ১১ মে, ২০২১ ০০:০০ টা
নিরাপত্তা বিশেষজ্ঞের হুঁশিয়ারি

মার্কিন সেনা চলে গেলে আল-কায়েদার সন্ত্রাসে কাঁপবে আফগানিস্তান

প্রতিদিন ডেস্ক

চলতি বছর মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যাবে। দেশটিতে তারা ২০ বছর ধরে অবস্থান করছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তাঁর সেনারা আল-কায়েদার হুমকি দুর্বল করে দিয়েছে। বীরত্ব ও আত্মত্যাগের পর এখন তাদের ঘরে ফেরার সময় হয়েছে। তবে নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা, মার্কিন সেনারা চলে গেলে আল-কায়েদার সন্ত্রাসী হামলা অনেক বেড়ে যাবে। যার পরিণতিতে কম্পমান থাকবে আফগানিস্তান। বার্তা সংস্থার খবরে বলা হয়, আফগান সরকার এখন আল-কায়েদাসহ ২০টি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে লড়াই জারি রেখেছে। রণকৌশল তৈরি, গোয়েন্দাতথ্য বিনিময় আর আদর্শিক সংযোগ পর্যায়ে আল-কায়েদা আফগানিস্তানের সন্ত্রাসী গ্রুপের সঙ্গে কাজ করছে। পাকিস্তানি সন্ত্রাসী গ্রুপ লস্কর-ই-তৈয়বা, পাকিস্তানি তালেবান, আনসার-উল ইসলাম, সিপাহ-ই-সাহাবা ও লস্কর-ই-জংভি এবং উজবেকিস্তানের ইসলামিক মুভমেন্ট ও তাজিকিস্তানের জামাত আনসারুল্লাহর মতো সংগঠনের সঙ্গে সম্পর্ক আছে আল-কায়েদার। কাবুলে অবস্থিত ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) জানায়, ৩৪টি প্রদেশের মধ্যে ১৪টিতে আল-কায়েদা সক্রিয়। এসব এলাকায় তারা তালেবানের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে। এনডিএস পরিচালক আহমদ জিয়া সেরাজ বলেন, যুদ্ধ চলছে আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসীদের বিরুদ্ধে। এর দায়িত্ব শুধু আফগানিস্তানের ওপর ছেড়ে দেওয়া ভুল। কারণ পরিণতিটা ভোগ করতে হবে এ অঞ্চলের সবাইকে। তিনি বলেন, আল-কায়েদার হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানকে যৌথ পদক্ষেপ নিতে হবে। এনডিএস বলছে, আল-কায়েদাভুক্ত আছে প্রায় ৬০০ বিদেশি। এরা এসেছে বিভিন্ন আরব দেশ, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, উজবেকিস্তান, কিরগিজস্তান, চেচনিয়া ও তুরস্ক থেকে।

সর্বশেষ খবর