মঙ্গলবার, ১১ মে, ২০২১ ০০:০০ টা

মার্কিনিদের দ্রুত ভারত ছাড়ার নির্দেশ

করোনা পরিস্থিতি আরও খারাপ হওয়ায় এবার ভারতে বসবাসকারী মার্কিন নাগরিকদেরও দেশটি থেকে দ্রুত ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। দি ইউনাইটেড এয়ারলাইনস এবং এয়ার ইন্ডিয়ার বেশ কিছু বিমান এখনও সরাসরি চলাচল করছে দুই দেশের মধ্যে। প্যারিস বা দোহা হয়ে আসতে চাইলে এয়ার ফ্রান্স বা কাতার এয়ারওয়েজের মতো বিমান সংস্থাও রয়েছে। এখনো ভারতে রয়ে যাওয়া সে দেশটির নাগরিকদের কাছে আমেরিকার প্রশাসনের আর্জি-এই পরিসেবাগুলোর সাহায্যে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে আসুন। তবে শর্ত হলো-ভারত থেকে ফেরার বিমানে ওঠার আগে কভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে যাত্রীদের, যা তিন দিনের বেশি পুরনো হওয়া চলবে না। যদি কেউ ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে থাকেন, তা হলে সেই সংক্রান্ত তথ্যের পাশাপাশি বর্তমানে যে তিনি সম্পূর্ণ সুস্থ তার প্রমাণ হিসেবে কোনো স্বাস্থ্য কর্মকর্তার দেওয়া অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে।

একই সঙ্গে সব যাত্রীকেই আমেরিকায় ফিরেও পালন করতে হবে যথাযথ স্বাস্থ্যবিধি।

সর্বশেষ খবর