মঙ্গলবার, ১১ মে, ২০২১ ০০:০০ টা

অ্যাসপারগার সিনড্রোমে ভুগছেন এলন মাস্ক

অ্যাসপারগার সিনড্রোমে ভুগছেন এলন মাস্ক

টেসলা ও স্পেস-এক্সের প্রধান ও প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্ক জানিয়েছেন, তিনি অ্যাসপারগার সিনড্রোমে ভুগছেন। শনিবার যুক্তরাষ্ট্রের একটি জনপ্রিয় টেলিভিশন কমেডি-শোতে নিজের এ শারীরিক অবস্থার কথা জানান তিনি। যুক্তরাষ্ট্রের এনবিসি চ্যানেলের বিখ্যাত লেইট নাইট শো ‘সেটারডে নাইট লাইভ’ (এসএনএল) অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে এ বিলিয়নিয়ার বলেন, ‘আজ আমি একটি ইতিহাস গড়তে যাচ্ছি। অ্যাসপারগার সিনড্রোম নিয়ে এসএনএল অনুষ্ঠান করা প্রথম জন আমি, অন্তত এ সমস্যা স্বীকার করেছেন এমন ব্যক্তিদের মধ্যে প্রথম।’ টকশোটিতে এলানের মাও উপস্থিত ছিলেন।

অ্যাসপারগার সিনড্রোম কী : এটা বেড়ে ওঠায় সমস্যাজনিত রোগ যার ফলে ভাষাগত এবং মনোভাব আদানপ্রদান জনিত বিকলতা ও আচরণ দেখা যায়। এর বৈশিষ্ট্য হলো স্নায়বিক অকার্যকারিতা যা স্কুলে যাওয়া বাচ্চাদের মধ্যে দেখা যায়। একটা বস্তুর বা বিষয়ের ওপর অত্যধিক আগ্রহ ও অন্যান্য সবকিছুর প্রতি অনাগ্রহ অ্যাসপারগার সিনড্রোমের এক ধরনের উপসর্গ।

সর্বশেষ খবর