মঙ্গলবার, ১১ মে, ২০২১ ০০:০০ টা

মমতাকে হারানো শুভেন্দুই বিরোধীদলীয় নেতা

মমতাকে হারানো শুভেন্দুই বিরোধীদলীয় নেতা

পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধীদলীয় নেতা হলেন ভোটের লড়াইয়ে নন্দীগ্রাম আসনে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে হারানো শুভেন্দু অধিকারী। গতকাল বিরোধীদলীয় নেতা বাছতে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবকে দায়িত্ব দিয়েছিল বিজেপি। গতকাল সকালেই পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়। সেখানে দলের ৭৭ জন বিধায়ককে হাজির থাকতে বলা হয়। সেই বৈঠকেই শুভেন্দুকে নেতা নির্ধারণ করা হয়।

বিধায়কদের নাম প্রস্তাব করার কথা বলা হয়েছিল। দলের বিধায়ক তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেন। এই প্রস্তাবে আরও ২২ জন বিধায়ক সমর্থন করেন। বাকি বিধায়করা কোনো নাম প্রস্তাব করেননি। তাই শুভেন্দুকেই দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়।

সর্বশেষ খবর