মঙ্গলবার, ১১ মে, ২০২১ ০০:০০ টা

জান্তার বর্বর নির্যাতনে নিহত কবি

জান্তার বর্বর নির্যাতনে নিহত কবি

জান্তাবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে মিয়ানমারের এক কবিকে নির্যাতন করে হত্যা করেছে সেনাবাহিনী। লাশ বাড়িতে ফিরিয়ে দেওয়ার আগে তাঁর শরীরের অভ্যন্তরীণ অঙ্গ তুলে নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে তিনজন কবিকে হত্যা করা হলো। দেশটির কেন্দ্রীয় শহর শোয়েবো থেকে কবিসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় সেনাবাহিনী। তার মধ্যে একজনকে ছেড়ে দিলেও হত্যা করা হয় ওই কবিকে।

অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের কেন্দ্রভূমি বলা হয় এ শহরকে। কবিতার মধ্য দিয়ে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিরোধের ঘোষণা দিয়েছিলেন তিনি। অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানায়, জিজ্ঞাসাবাদে নির্যাতনের কারণেই খেত থির মৃত্যু হয়েছে। পেশাগতভাবে তিনি একজন প্রকৌশলী ছিলেন। কিন্তু কবিতায় মনোযোগ দিতে ২০১২ সালে চাকরি ছেড়ে দেন।

সর্বশেষ খবর