বুধবার, ১২ মে, ২০২১ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে বিজিপি বিধায়কদের রক্ষায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী

পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যজুড়ে শুরু হওয়া সহিংসতা এখনো থামেনি। আর এই কারণেই রাজ্যের বিজেপির বিধায়কদের নিরাপত্তায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিজেপি-র যে ৭৭ জন বিধায়ক জিতে এসেছেন, তাদের কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা দেওয়া হবে। এর মধ্যে ৬১ জন বিধায়ককে দেওয়া হবে এক্স পর্যায়ের নিরাপত্তা। তার মানে তাদের সঙ্গে তিন থেকে পাঁচজন সিআইএসএফ বা সিআরপিএফের কমান্ডো থাকবেন। আর বাকিরা পাবেন ওয়াই পর্যায়ের নিরাপত্তা। তার মানে তাদের সঙ্গে পাঁচ থেকে সাতজন কমান্ডো থাকবেন। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী আগের থেকেই সর্বোচ্চ জেড পর্যায়ের নিরাপত্তা পান। এর আগে অন্য কোনো রাজ্যে এবং পশ্চিমবঙ্গেও বিজেপি বিধায়কদের জন্য এভাবে কেন্দ্রীয় সুরক্ষা দেওয়া হয়নি। এই নজিরবিহীন ঘটনার পেছনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুক্তি, ভোট শেষ হওয়ার পর পশ্চিমবঙ্গে সহিংসতা চলছে। এ কারণে বিধায়কদের নিরাপত্তা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর