মঙ্গলবার, ১৮ মে, ২০২১ ০০:০০ টা
কৌশলগত তেলের মজুদ

বেসরকারি কোম্পানির হাতে পরিচালনা ছেড়ে দিচ্ছে ভারত

বেসরকারি কোম্পানির হাতে পরিচালনা ছেড়ে দিচ্ছে ভারত

ভারত সরকার কৌশলগত তেলের মজুদ পরিচালনা নিয়ে নতুন পরিকল্পনা করছে। তেল সংরক্ষণাগার পরিচালনার দায়িত্ব সরকার নিজে না করে তা বেসরকারি কোম্পানির হাতে ছেড়ে দিচ্ছে। এর মধ্যেই নতুন দুটি ভূগর্ভস্থ অপরিশোধিত তেল সংরক্ষণাগার পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি কোম্পানির অধীনে ছেড়েও দিচ্ছে ভারত সরকার। উড়িষ্যা ও কর্ণাটকের ওই ভূগর্ভস্থ অপরিশোধিত তেলের ভান্ডার দুটি নির্মাণের কথা ছিল দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভস রেস্ট্রিক্টেড (আইএসপিআরএল) এর। কিন্তু দেশটির সরকার সেই পরিকল্পনা বাতিল করে তা একটি বেসরকারি কোম্পানির অধীনে ছেড়ে দিচ্ছে। তেলের মজুদকে দ্বিগুণের চেয়েও বেশি করার পরিকল্পনা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। বর্তমানে দেশটির অপরিশোধিত তেলের মজুদ ৫.৩৩ মিলিয়ন টন। তা বাড়িয়ে ১১.৮৩ টন করতে চায় ভারত। জরুরি প্রয়োজনে তেলের ঘাটতি পূরণে এই উদ্যোগ নিয়েছে ভারত। উড়িষ্যা ও কর্ণাটকের কৌশলগত এই দুই সংরক্ষণাগারের ৪৭.৮ মিলিয়ন ব্যারেল তেল সংরক্ষণের সক্ষমতা রয়েছে। বেসরকারি ওই কোম্পানির সঙ্গে ৬০ বছরের চুক্তিতে যেতে পারে সরকার। প্রকল্পটির মোট ব্যয়ের ৬০ শতাংশ দেবে সরকার। বর্তমানে ভারতে সামগ্রিক কৌশলগত তেলের মজুদ (তেল করপোরেশনগুলোর রিজার্ভসহ) রয়েছে ৭৪ দিন। এই দুই সংরক্ষণাগারের উন্নয়ন সম্পন্ন হলে ১২ দিন বেড়ে ৮৬ দিনে উন্নীত হবে।

সর্বশেষ খবর