শিরোনাম
বুধবার, ১৯ মে, ২০২১ ০০:০০ টা

ধনী দেশগুলো টিকা কুক্ষিগত করে রেখেছে

ধনী দেশগুলো টিকা কুক্ষিগত করে রেখেছে

ধনী দেশগুলো কুক্ষিগত করে রেখেছে করোনা টিকা। ফলে নিম্নবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত দেশগুলো চাহিদা মতো ভ্যাকসিন পাচ্ছে না। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ‘হু’ প্রধান তেদরোস আধানম গেব্রিয়াসুস। তাঁর অভিযোগ, টিকা বৈষম্যের মুখোমুখি বিশ্ব। প্যারিসে ‘পিস ফোরাম ¯িপ্রং’ বৈঠকে এমন কথা বলেন তিনি। ঠিক কী জানিয়েছেন তিনি? তাঁর দাবি, ‘উচ্চবিত্ত দেশগুলোর জনসংখ্যা বিশ্বের ১৫ শতাংশ। অথচ তাদের কাছেই বিশ্বের মোট টিকার ৪৫ শতাংশ রয়েছে। নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত দেশগুলোর জনসংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। অথচ তাদের জন্য বরাদ্দ মাত্র ১৭ শতাংশ টিকা। এই ব্যবধানটা বিস্তর।’

তিনি পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছেন, এ যাবত ১২৪টি দেশে ৬.৩ কোটি টিকার ডোজ পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু সব মিলিয়ে তা এই দেশগুলোর সম্মিলিত জনসংখ্যার মাত্র ০.৫ শতাংশ!

সর্বশেষ খবর