বুধবার, ১৯ মে, ২০২১ ০০:০০ টা

ভারতের উপকূলে আঘাত হেনে শক্তি হারাল ‘তাউতে’

ভারতের উপকূলবর্তী মহারাষ্ট্র, গুজরাট, গোয়া, কর্ণাটক, কেরালায় আঘাত হানার পর শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘তাউতে’। এর দাপটে এখনো পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার রাত ৯ টায় ভারতের বিভিন্ন রাজ্যে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। দেশটির আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, আগামী কয়েক ঘণ্টায় ঘূর্ণিঝড়টি আরও দুর্বল হয়ে পড়বে।

তবে এর দাপটে মঙ্গলবারও উপকূলবর্তী গুজরাট এবং দক্ষিণ রাজস্থানের একাধিক জায়গায় দিনভর বৃষ্টি হবে। খবর হিন্দুস্তান টাইমসের

গুজরাট কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের দাপটে রাজ্যের জুনাগড়, আমরেলি এবং ভাবনগর জেলায় অসংখ্য গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই জেলাগুলোতে যোগাযোগ ব্যবস্থা কার্যত ধসে পড়েছে। তবে এখন পর্যন্ত গুজরাট রাজ্যের সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাজ্যের সব স্থানে পৌঁছানো দুষ্কর হয়ে উঠেছে। ঘূর্ণিঝড় ‘তাউতে’র তান্ডবে মহারাষ্ট্রে এখনো পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৯ জন। কর্নাটকের বিপর্যয় মোকাবিলা বাহিনীর রিপোর্ট অনুযায়ী, কর্নাটকের ৭টি জেলার ১২১টি গ্রামে ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে। এখন পর্যন্ত এই রাজ্যে ৮ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।

সর্বশেষ খবর