বৃহস্পতিবার, ২০ মে, ২০২১ ০০:০০ টা

তুই ছাড়া আর কেউ রইল না

মৃত্যুপুরী গাজায় একরত্তি সন্তানকে জড়িয়ে হাহাকার বাবার

তুই ছাড়া আর কেউ রইল না

ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ছোট্ট শহর গাজা। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় উপকূলবর্তী শহরটি এখন মৃত্যুপুরী। পোড়া বারুদের সঙ্গে মিশেছে বোমার আগুনে পোড়া মানুষের গন্ধ। আর এই ধ্বংসস্তূপের ধসে পড়া ইট, কাঠ, পাথরে লেখা হচ্ছে একের পর এক হৃদয়বিদারক কাহিনি। এই গল্পটা যেমন হাসপাতালের এক শয্যায় নিজের শেষ সম্বলকে আঁকড়ে ধরে থাকা মহম্মদ আল হাদিদির। ইসরায়েলের ছোড়া রকেটে শেষ হয়ে গেছে পরিবার। বর্বর নেতানিয়াহুর বোমায় মারা গেছে স্ত্রী, তিন সন্তান। সহায় এখন পাঁচ মাসের ছেলে ওমর। অবিশ্বাস্যভাবে ধ্বংসলীলার মাঝেও বেঁচে গেছে ওই একরত্তি শিশু। ধ্বংসস্তূপের মাঝে মৃত মা দুই হাতে আঁকড়ে ধরেছিল তাকে। মায়ের আশ্রয়ই এ যাত্রায় বাঁচিয়ে দিয়েছে ওমরকে। পাথরের স্তূপের মাঝে ছোট দুটো পা নড়তে দেখে তাকে উদ্ধার করে ওই উদ্ধারকারী দল। তবে ওমরের একটি পায়ের তিন জায়গা ভেঙেছে। আপাতত বাবার সঙ্গে হাসপাতালেই রয়েছে সে। তাকে কোলে জড়িয়ে বসে থাকা মহম্মদ আল হাদিদির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হাদিদির কথায়, ‘আমার আর কেউ রইল না। শেষ সম্বল ওমর। তবে আমরাও আর বেশিদিন এখানে থাকব না। খুব শিগগিরই উপরে গিয়ে পরিবারের সবার সঙ্গে মিলিত হব।’  একা হাদিদি নন, গাজাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এ রকম একাধিক পরিবার। যাঁরা প্রিয়জনকে হারিয়ে নিঃশব্দে মৃত্যুর দিন গুনছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর