শুক্রবার, ২১ মে, ২০২১ ০০:০০ টা

বৈঠকে কথা বলতে দেননি মোদি, অভিযোগ মমতার

বৈঠকে কথা বলতে দেননি মোদি, অভিযোগ মমতার

আমাদের কাউকে এক সেকেন্ডও বলতে দেয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘ক্যাজুয়াল, সুপারফ্লপ মিটিং’। ভারতের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন। সেখানে তিনি করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ নিয়ে কথা বলেন। করোনা প্রতিরোধে কেন্দ্রীয় সরকারের নেওয়া সার্বিক পদক্ষেপ তুলে ধরেন। তবে বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রীদের কোনো কথা তিনি শোনেননি। এতেই ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কখনো ভ্যাকসিনের দামে কেন্দ্র-রাজ্য ফারাক, তো কখনো আবার অক্সিজেন সিলিন্ডার, কনসেনট্রেটর, করোনার ওষুধে বাধা প্রত্যাহারের দাবি, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন একাধিকবার। এরপর বাংলায় বিধানসভা ভোটের ফল প্রকাশের পর এই প্রথম মুখোমুখি আলোচনায় বসলেন মোদি-মমতা। গতকাল মোদির ডাকা বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা তাঁর সচিবদের নিয়ে যোগ দিয়েছিলেন। বৈঠক শেষ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পুতুলের মতো বসিয়ে রেখেছিল আমাদের। কোনো কথা বলতে দেওয়া হয়নি। জানতে চাওয়া হয়নি, এই রাজ্যের করোনা পরিস্থিতি কী, সেই সঙ্গে করোনার টিকার প্রয়োজনীয়তা নিয়ে। শুধু বলেছেন, দেশের করোনা পরিস্থিতি এখন কমার মুখে।’ মমতা প্রশ্ন করেন, ‘করোনা যদি এতই কমে থাকে, তবে কেন এখনো এত মৃত্যু হচ্ছে দেশে? কেন গঙ্গার পানিতে উত্তর প্রদেশের লাশ ভেসে আসছে? কেন তিনি অক্সিজেন নিয়ে কথা বললেন না?’

সর্বশেষ খবর