শনিবার, ২২ মে, ২০২১ ০০:০০ টা

ক্যাপিটল হিল হামলা তদন্তে সমর্থন রিপাবলিকানের

জানুয়ারিতে মার্কিন ক্যাপিটল হিলে হামলার ঘটনা তদন্তের বিপক্ষে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তিনি ওই তদন্তের বিপক্ষে অবস্থান নিতেও নিজ দলীয় আইন প্রণেতাদের আহ্‌বান জানান। কিন্তু তার এই আহ্‌বানকে উপেক্ষা করে তদন্তে সমর্থন জানিয়েছেন ৩৫ রিপাবলিকান এমপি। স্থানীয় সময় বুধবার ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি কমিশনকে ওই হামলা তদন্ত করতে দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন তারা। বিবিসি জানায়, প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সমর্থনসহ মোট ২৫২ ভোট পেয়ে বিলটি পাস হয়েছে। এর বিপক্ষে ভোট পড়েছে ১৭৫টি। উল্লেখ্য, ট্রাম্প বিলটিকে ‘ডেমোক্র্যাটদের একটি ফাঁদ’ হিসেবে উল্লেখ করে রিপাবলিকানদের এর বিপক্ষে ভোট দিতে আহ্‌বান জানিয়েছিলেন। কিন্তু বস্তুত, সেই আহ্‌বান উপেক্ষিত হয়েছে। তবে, নিম্নকক্ষে পাস হলেও, উচ্চকক্ষে বিলটি পাসের সম্ভাবনা ক্ষীণ। সেখানে বিলটি পাস হতে অন্তত ১০ জন রিপাবলিকানের সমর্থন প্রয়োজন ডেমোক্র্যাটদের। কিন্তু তেমনটা ঘটবে না বলেই ধারণা করা হচ্ছে। সিনেটের শীর্ষ রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল বিলটির সমালোচনা করে বলেছেন এটি পক্ষপাতদুষ্ট। এছাড়া, পার্লামেন্টের উচ্চকক্ষে রিপাবলিকানদের দ্বিতীয় সর্বোচ্চ নেতা জন থুন জানান, তার আশঙ্কা এই তদন্ত ২০২২ সালে মধ্যবর্তী নির্বাচনের সময় ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার করা হতে পারে। প্রসঙ্গত, ৬ জানুয়ারি ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনে জয় কংগ্রেসে অনুমোদন পাওয়া ঠেকাতে ক্যাপিটল হিলে হামলা চালায় রিপাবলিকান ট্রাম্পের সমর্থকরা। বুধবার ওই হামলা ঘিরে তদন্ত কমিশন গঠনের ভোটটি ট্রাম্পের প্রতি তার দলের সদস্যদের আনুগত্যের পরীক্ষা হিসেবে বিবেচিত হয়েছে। এর মধ্যে ৩৫ জন সাবেক প্রেসিডেন্টের আহ্‌বান উপেক্ষা করে তদন্তের পক্ষে ভোট দিয়েছেন।

সর্বশেষ খবর