সোমবার, ২৪ মে, ২০২১ ০০:০০ টা

আজাদ কাশ্মীর থেকে প্রথম নারী পাইলট

আজাদ কাশ্মীর থেকে প্রথম নারী পাইলট

আজাদ জম্মু কাশ্মীর থেকে প্রথম নারী পাইলট হলেন মরিয়ম মুজতবা। তিনি মুজাফফরাবাদের বাসিন্দা। তার এই অর্জনকে সব নারীর জন্য রোল মডেল হিসেবে আখ্যায়িত করে ব্যাপক প্রশংসা করেছেন আজাদ জম্মু কাশ্মীরের প্রেসিডেন্ট সরদার মাসুদ খান। এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়েছে, মরিয়ম মুজতবার স্বামী আজাদ জম্মু কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট মুজতবা রাঠোর আগা। রাওয়ালপিন্ডিতে প্রাথমিক বেসামরিক বিমান চলাচল বিষয়ক প্রশিক্ষণ নিয়েছেন মরিয়ম। তারপর নিউ জার্সিতে অবস্থিত ফ্লাইট বিষয়ক একাডেমি সেঞ্চুরি এয়ারে প্রশিক্ষণ নিয়েছেন। সম্প্রতি তাকে এয়ারবাস-৩২০তে ‘ফার্স্ট অফিসার’ হিসেবে অনুমোদন করেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স।

সর্বশেষ খবর