সোমবার, ২৪ মে, ২০২১ ০০:০০ টা

মিয়ানমারে সোয়া লাখ শিক্ষক বরখাস্ত

সামরিক অভ্যুত্থানের বিরোধিতা করায় মিয়ানমারে সাময়িক বরখাস্ত করা হয়েছে কমপক্ষে ১ লাখ ২৫ হাজার ৯০০ শিক্ষককে। নতুন বছরের শিক্ষা কার্যক্রম শুরুর কয়েক দিন আগেই এই বরখাস্তকরণ করা হয়। এ সময়ে অভ্যুত্থানের প্রতিবাদে শিক্ষা কার্যক্রম বর্জন করছিলেন কিছু শিক্ষক ও অভিভাবক। শিক্ষক সমিতির ওই কর্মকর্তা বলেছেন, তাকেও সামরিক জান্তা ওয়ান্টেড তালিকায় রেখেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি প্রকৃতপক্ষেই সরকার এত বিপুল পরিমাণ শিক্ষককে বরখাস্ত করে, তাহলে পুরো ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। উল্লেখ্য, মিয়ানমারের শিক্ষা ব্যবস্থা এ অঞ্চলে সবচেয়ে খারাপ যেসব দেশের রেকর্ড তার মধ্যে অন্যতম। গত বছর বিশ্বজুড়ে ৯৩টি দেশের মধ্যে মিয়ানমারের অবস্থান ছিল ৯২তম।

সর্বশেষ খবর