বুধবার, ২৬ মে, ২০২১ ০০:০০ টা
ঘূর্ণিঝড় ইয়াস

উপকূলের ১০ লাখ মানুষ সরিয়ে নিল ভারত

উপকূলের ১০ লাখ মানুষ সরিয়ে নিল ভারত

ভারতের দীঘা উপকূলে নৌকাগুলোকে নিরাপদে রেখেছেন জেলেরা -এএফপি

ইয়াস স্থলভাগে আছড়ে পড়ার আগে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের গতিবেগ ১১০ থেকে ১২০ কিলোমিটার, সর্বোচ্চ ১৩০ কিলোমিটার হতে পারে। আজ সকালে তা বেড়ে দাঁড়াতে পারে ১৫৫-১৬৫ কিলোমিটার, সর্বোচ্চ ১৮০ কিলোমিটার। আর এ কারণে ভারতের পূর্ব উপকূলের দিকে ধেয়ে যাওয়া প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের পথে থাকা ১০ লাখের বেশি মানুষকে সরিয়ে নিচ্ছে দেশটির কর্তৃপক্ষ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঝড় আজ ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশে আঘাত হানার কথা। গতকাল রাতেও এই ঝড়ের গতিপথ ছিল উড়িষ্যার বালেশ্বরের দিকে। ভারতের আবহাওয়া দফতরে প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র রয়টার্সকে জানিয়েছেন, ‘ঝড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে।’ দেশটির কর্মকর্তাদের গতকাল গাড়ি ও নৌকায় করে উপকূলের নিচু এলাকার বাসিন্দাদের স্কুল, সরকারি ভবন ও আশ্রয়কেন্দ্র বানানো বিভিন্ন স্থাপনায় সরিয়ে নিতে দেখা গেছে। অন্তস্বত্ত্বা নারী ও শিশুদের পাঠানো হচ্ছে সরকারি হাসপাতালে। জেলেরা তাদের নৌকাগুলোকে তুলে রাখছেন তীরে। ঘূর্ণিঝড় টি যেখানে আছড়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে, তার নিকটবর্তী উড়িষ্যার বালাসোর জেলায় স্বেচ্ছাসেবকদেরকে মেগাফোন ব্যবহার করে বাসিন্দাদের সতর্ক করতে ও সরিয়ে নিতে দেখা গেছে। বালেশ্বরের ত্রাণ কার্যক্রম দেখভালের দায়িত্বে থাকা কর্মকর্তা ভিশাল কুমার দেব জানান, ‘বাসিন্দাদের সরিয়ে নেওয়া সবসময়ই চ্যালেঞ্জের। সাধারণ সময়েও নানা ধরনের প্রতিবন্ধকতা থাকে। আর এখনতো কোভিড আছেই।’ গত সপ্তাহে আরেকটি শক্তিশালী ঘূর্ণিঝড় ভারতের পশ্চিম উপকূলে আছড়ে পড়ে দেড়শর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

সর্বশেষ খবর