বুধবার, ২৬ মে, ২০২১ ০০:০০ টা

মালির প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে আটক করেছে সেনাবাহিনী

মালির অন্তর্র্বর্তী সরকারের প্রেসিডেন্টবাহ এনদাও, প্রধানমন্ত্রী মোক্তার উয়ান ও প্রতিরক্ষামন্ত্রী সুলেইমানে দৌকৌরেকে আটক করেছে দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তারা। এতে মালিতে রাজনৈতিক বিশৃঙ্খলা আরও গভীর হয়ে উঠল, কারণ মাত্র কয়েকমাস আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির পূর্ববর্তী প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।

মূলত সোমবার অন্তর্র্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদলের ঘটনায় অন্তত দুজন সেনা কর্মকর্তা বাদ পড়ার ঘটনায় ক্ষুব্ধ হয় দেশটির সেনাবাহিনী। গত বছরের আগস্টে ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর বেসামরিক শাসন ফেরানোর লক্ষ্যে এনদাও ও উয়ানকে ১৮ মাসের অন্তর্র্বর্তী সরকারের দায়িত্ব দেয় সামরিক বাহিনী, কিন্তু সম্প্রতি অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটা দূরত্ব তৈরি হচ্ছিল।

সর্বশেষ খবর