বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১ ০০:০০ টা

বল এখন আমেরিকার কোর্টে

বল এখন আমেরিকার কোর্টে

ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার বিষয়ে ইরান এবং ৫ জাতিগোষ্ঠীর মধ্যে মৌলিক ইস্যুতে সমঝোতা প্রতিষ্ঠা হয়েছে। এখন এ বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত দরকার যা প্রধানত ওয়াশিংটনের কাছ থেকে আসতে হবে। তিনি বলেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে এবং পরমাণু সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে সব পক্ষ কীভাবে সহযোগিতা করবে তা নিয়ে মোটামুটি প্রায় সব ধরনের আলোচনা হয়েছে। এ ব্যাপারে প্রাথমিক সমঝোতাও প্রতিষ্ঠিত হয়েছে। এর বাস্তবায়ন এখন যুক্তরাষ্ট্রের ওপরই নির্ভর করছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর