বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১ ০০:০০ টা

দক্ষিণ কোরিয়ায় আর মাস্ক পরা বাধ্যতামূলক নয়

দক্ষিণ কোরিয়ায় কমপক্ষে একটি টিকা যারা নিয়েছে তাদের জন্য বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে দেশটির সরকার। গতকাল করোনা বিষয়ক এক মিটিং এ প্রধানমন্ত্রী কিম বু-কিউম বলেছেন, ‘যারা কমপক্ষে করোনার একটি ডোজ পেয়েছেন তারা জুন থেকে বড় সমাবেশে একত্র হতে পারবেন। আর তাদের জন্য বাইরে মাস্ক পরার আদেশ তুলে নেওয়া হলো।’ তবে অক্টোবরে কোয়ারেন্টাইন ব্যবস্থা পুনর্বিবেচনা করা হবে বলেও জানান তিনি। দেশের প্রবীণদের টিকা দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।

কারণ সেপ্টেম্বরের মধ্যে, পাঁচ কোটি ২০ লাখ মানুষের কমপক্ষে শতকরা ৭০ ভাগের টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে  সাত দশমিক সাত শতাংশ মানুষ একটি ডোজ পেয়েছেন। ৬০ থেকে ৭০ বছর বয়সীদের মধ্যে শতকরা ৬০ ভাগ মানুষ ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন।

সর্বশেষ খবর