বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১ ০০:০০ টা

চীনে নদীর পানি বিপৎসীমার ওপরে ব্যাপক বন্যার আশঙ্কা

চীনের ৭১টি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। দেশটির দুর্যোগ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মৌসুমেও ব্যাপক বন্যার আশঙ্কা করছে। দেশটির রাষ্ট্রীয় গলমাধ্যম সিনহুয়া এমন তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক উষ্ণতার কারণে সামনের দিনগুলোয় চীন আরও প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হতে পারে। দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক সপ্তাহগুলোয় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ১০ শতাংশ কম।

তবে মন্ত্রণালয় জানিয়েছে, আগামী সপ্তাহে ইয়াংসি ও এর শাখা নদীগুলোয় পানির পরিমাণ আরও বাড়বে। এমনকি জুন থেকে আগস্টের মধ্যে চীনে ব্যাপক বন্যার আশঙ্কা করেছে দেশটির দুর্যোগ প্রতিরক্ষা মন্ত্রণালয়। নদীর পানি নিয়ে দেশটির অনেক পর্যবেক্ষণ স্টেশনে সতর্কতা জারি করা হয়েছে। ভারি বৃষ্টির কারণে ইয়াংসি নদীর পানি স্বাভাবিকের চেয়ে দুই মিটারেরও বেশি উঁচু দিয়ে বয়ে যাচ্ছে। গত গ্রীষ্মে দেশটিতে বৃষ্টিপাতের পরিমাণ ১৯৬১ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছিল; যার কারণে তখন বড় বড় সব নদী ও হ্রদের তীরবর্তী অঞ্চলগুলোতে বন্যা সতর্কতা জারি করতে হয়, বিশাল থ্রি গর্জেস বাঁধে পানির স্তর ধারণক্ষমতার সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছে যায়। গত বছর চীনজুড়ে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ৭০০ মিলিমিটারের কাছাকাছি ছিল।

সর্বশেষ খবর