শুক্রবার, ২৮ মে, ২০২১ ০০:০০ টা

ভারতীয় ধরনের বিরুদ্ধে ফাইজারের টিকা কার্যকর

ভারতীয় ধরনের বিরুদ্ধে ফাইজারের টিকা কার্যকর

ভারতে করোনার নতুন ধরনের বিরুদ্ধে ফাইজারের টিকা খুবই কার্যকর বলে জানিয়েছে ফাইজার কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, ১২ বছরের বেশি বয়সী ব্যক্তিদের প্রয়োগের জন্য টিকা উপযুক্ত বলেও প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে ভারত সরকারকে ফাইজারের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়েছে। গত কয়েক সপ্তাহে ফাইজারের  চেয়ারম্যান অ্যালবার্ট  বোরলাসহ কয়েক কর্মকর্তা ও ভারত সরকারের কর্মকর্তারা কয়েকটি বৈঠক করেছেন। ফাইজার বলছে, দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিকা এক মাস পর্যন্ত নিরাপদে সংরক্ষণ করা সম্ভব। প্রসঙ্গত, ভারতে কোভিশিল্ড, কোভ্যাক্সিন অথবা স্পুটনিক-ভি টিকার কোনোটাই ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়নি। ফাইজারের পক্ষ থেকে ভারত সরকারকে জানানো হয়েছে, জরুরি ব্যবহারের জন্য ভারত সরকারকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের ওপর নির্ভর করা উচিত।

সর্বশেষ খবর