শুক্রবার, ২৮ মে, ২০২১ ০০:০০ টা

ইয়াসের ক্ষয়ক্ষতি দেখতে পশ্চিমবঙ্গে যাচ্ছেন মোদি

মমতার সঙ্গে বৈঠক হবে

কলকাতা প্রতিনিধি

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষয়ক্ষতি দেখতে ওড়িশা ও পশ্চিমবঙ্গ রাজ্য সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ প্রথমে ওড়িশা, পরে পশ্চিমবঙ্গের ইয়াস বিধ্বস্ত এলাকাগুলো আকাশপথে পরিদর্শন করবেন তিনি। জানা গেছে, সফরে প্রথমে ওড়িশার রাজধানী ভুবনেশ্বর যাবেন মোদি। সেখানে ওড়িশা রাজ্য সরকারের সঙ্গে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা করবেন। এরপর বালেশ্বর, ভদ্রকসহ ওড়িশার ইয়াস কবলিত এলাকাগুলো আকাশপথে পরিদর্শন করবেন। সেখান থেকেই আকাশপথে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘা হয়ে কলাইকুন্ডা নামবেন মোদি। সেখানেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকে বসবেন মোদি। এ জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজ বৈঠকের আগে আকাশপথে উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর পরিদর্শন করবেন। তারপর হেলিকপ্টারে কলাইকুন্ডা যাবেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি রাজ্যে বিধানসভার নির্বাচনে বারবার আসতে দেখা গেছে প্রধানমন্ত্রীকে। কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে এই প্রথম রাজ্যে পা রাখতে চলেছেন মোদি। গত বছরেও ঘূর্ণিঝড় ‘আম্ফান’-এর পর মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে আকাশপথে বিভিন্ন কবলিত এলাকা পরিদর্শন করেন মোদি।

সর্বশেষ খবর