শনিবার, ২৯ মে, ২০২১ ০০:০০ টা

চতুর্থ দফায় সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ

চতুর্থ দফায় সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ

আসাদের জয়ে উল্লাস করে কিশোররাও -এএফপি

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ফের প্রেসিডেন্ট হলেন বাশার আল-আসাদ। এ নিয়ে তিনি চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হলেন। দেশটির পার্লামেন্টের স্পিকার বৃহস্পতিবার ঘোষণা দেন যে ৯৫ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট পুনর্র্নিবাচিত হয়েছেন। তবে ভোটের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির বিরোধীপক্ষ। পাশাপাশি পশ্চিমারাও প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, এই নির্বাচন মোটেই অবাধ ও স্বচ্ছ হয়নি। এই নির্বাচনে জালিয়াতি করা হয়েছে। নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি ঘোষণা দিয়ে বলেছেন, শুক্রবার থেকেই কাজে নেমে পড়তে হবে যাতে সিরিয়ার পুনর্গঠনের প্রতি মানুষের আশা বেড়ে যায়। আসাদ বলেন, নির্বাচনের পর্ব শেষ এবং কাজ করার পালা। তিনি বিগত এক দশকের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আত্মদানকারী সিরীয় সৈন্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, তাদের আত্মত্যাগের কারণে আজ জনগণ একটি নিরাপদ সিরিয়ায় বসবাস করতে পারছেন। এক দশকের বেশি সময় ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। এই গৃহযুদ্ধে দেশটির ৩ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। সিরিয়ায় গৃহযুদ্ধ অবসানের কোনো লক্ষণ ১০ বছর পরও দেখা যাচ্ছে না। গৃহযুদ্ধ চলার মধ্যেই আসাদ দুবার প্রেসিডেন্ট পুনর্র্নির্বাচিত হলেন। এর আগে ২০১৪ সালে আসাদ ৮৮ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট হন।

সর্বশেষ খবর