শনিবার, ২৯ মে, ২০২১ ০০:০০ টা

বিমান ‘হাইজ্যাক’ কাণ্ডে একঘরে বেলারুশ, পুতিনের কাছে ধরনা

যাত্রীবাহী বিমান ‘হাইজ্যাক’ মামলায় আন্তর্জাতিক মঞ্চে একঘরে বেলারুশ। মিনস্কের ওপর আর্থিক নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। এহেন পরিস্থিতে ‘বন্ধু’ দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গতকালই রাশিয়ায় যাওয়ার কথা লুকাশেঙ্কোর। কৃষ্ণসাগরের ধারে রুশ শহর সোচিতে বৈঠক করবেন দুই রাষ্ট্রপ্রধান। বলে রাখা ভালো, বরাবরই বেলারুশের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। ইউরোপের দেশগুলোর সঙ্গে মিনস্কের সংঘাত যত বৃদ্ধি পেয়েছে ততই লুকাশেঙ্কোকে মদদ জুগিয়েছেন পুতিন। ফলে বিমান ‘হাইজ্যাক’ ঘটনায় যে মস্কোর দ্বারস্থ হবেন বেলারুশের প্রেসিডেন্ট তা জানাই ছিল। বিশ্লেষকদের মতে, ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকা আর্থিক নিষেধাজ্ঞা বলবৎ করলে চাপ বাড়বে বেলারুশের ওপর।

উল্লেখ্য, গত রবিবার সমাজকর্মী তথা সরকারবিরোধী সাংবাদিক রোমান প্রোতেসেভিচকে গ্রেফতার করতে লিথুয়ানিয়ার উদ্দেশে পাড়ি দেওয়া ‘রায়ানএয়ার’-এর একটি বিমানকে জঙ্গি বিমান দিয়ে ধাওয়া করে বিমানটির গতিপথ ঘুরিয়ে রাজধানী মিনস্কে নামতে বাধ্য করে বেলারুশ। তারপর থেকেই চাপে পড়েছে দেশটি।

সর্বশেষ খবর