মঙ্গলবার, ১ জুন, ২০২১ ০০:০০ টা

১৩ বছর পর মিসরে ইসরায়েলী পররাষ্ট্রমন্ত্রী

ইসলামী রাষ্ট্রগুলো রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্ব বিশ্বাস করতে চায় না। তবে নানারকম কৌশলের আশ্রয় নিয়ে মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করছে ইহুদি রাষ্ট্রটি। সফলও হচ্ছে। তাইতো ১৩ বছর পর মিসরে গেলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গ্যাবি অ্যাশকেনাজি। মিসর অবশ্য সম্প্রতি ফিলিস্তিন ও ইসরায়েল সংঘর্ষ থামানোর ব্যাপারে মধ্যস্থতা করে। তারই অংশ হিসেবে মিসরে বৈঠকে বসছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের নেতারা। সফরের ব্যাপারে অ্যাশকেনাজি বলেন, সফরে মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরির সঙ্গে গাজা ভূখন্ডে স্থায়ী যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা হবে। এছাড়া ‘হামাসের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর ব্যাপারে বৈঠক করব আমরা। পাশাপশি ভূখন্ডের বাসিন্দাদের মানবিক সহায়তার বিষয়েও আলোচনা হবে।

 প্রদান ও অবকাঠামোগত পুনর্গঠনের ব্যাপারেও আলোচনা হবে।

পাশাপাশি হামাসের হাতে যেসব ইসরায়েলি নাগরিক বন্দী আছেন, তাদের মুক্তির ব্যাপারটিও বৈঠকের আলোচ্যসূচিতে আছে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি জেরুজালেমের একটি ঘটনা নিয়ে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। ১১ দিনের লড়াইয়ে প্রায় পৌনে তিন শত ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞের পর মিসর যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতার হাত বাড়িয়ে দেয়। মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। কিন্তু পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়েই এখন চলছে আলোচনা।

সর্বশেষ খবর