বুধবার, ২ জুন, ২০২১ ০০:০০ টা

করোনার নতুন ধরনের নাম গ্রিক হরফে

করোনার নতুন ধরনের নাম গ্রিক হরফে

দিন যত যাচ্ছে ততই করোনাভাইরাসের নতুন ধরনের সৃষ্টি হচ্ছে। এর কোনোটি খুব ভয়ংকর। কিন্তু এগুলোর নাম কী হবে তা নিয়ে এত দিন সমস্যা চলছিল। যেমন প্রথম চীন থেকে যে করোনা ছড়িয়েছিল তার নাম তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট দিয়েছিলেন ‘চীনা ভাইরাস’। অন্যদিকে সম্প্রতি ভারতে যে ধরনের সৃষ্টি হয়েছে তাকে বলা হচ্ছে ভারতীয় ধরন। যদিও ভারত সরকার এ নাম নিয়ে আপত্তি জানিয়েছে। এ নাম নিয়ে জটিলতার শেষ পর্যন্ত নিরসন করল বিশ্বস্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। সংস্থাটি নামকরণের ক্ষেত্রে সাহায্য নিল গ্রিক বর্ণমালার। যুক্তরাজ্যে গত বছরের শেষ দিকে এ ভাইরাসের যে ধরনটি ছড়াতে শুরু করেছিল তার নাম দেওয়া হয়েছে ‘আলফা’। দক্ষিণ আফ্রিকায় পাওয়া ধরনটির নাম ‘বেটা’। আর সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতকে বিপর্যস্ত করে ফেলা নতুন ধরনটি ‘ডেলটা’ নাম পেয়েছে। ডব্লিউএইচও সোমবার নতুন এ নামকরণ পদ্ধতির ঘোষণা দিয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। গ্রিক হরফে  নতুন ধরনগুলোর নামকরণ করেছে ডব্লিউএইচও। এখন থেকে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা এবং ভারতে শনাক্ত হওয়া করোনার ধরনগুলোকে গ্রিক হরফে ডাকবে সংস্থাটি। গ্রিক বর্ণমালায় হরফ আছে ২৪টি। যদি ভাইরাসের ২৪টির বেশি ধরন শনাক্ত হয় এবং ব্যবহারের জন্য আর কোনো গ্রিক হরফ না থাকে তখন নামকরণের নতুন পদ্ধতি ঘোষণা করা হবে। গ্রিক অক্ষরগুলো ‘ভ্যারিয়েন্টস অব কনসার্ন’ ও ‘ভ্যারিয়েন্টস অব ইন্টারেস্ট’ দুই ক্ষেত্রেই ব্যবহার করা হবে। ডব্লিউএইচওর ওয়েবসাইটে নামগুলোর পূর্ণ তালিকা প্রকাশিত হয়েছে।

সর্বশেষ খবর