বুধবার, ২ জুন, ২০২১ ০০:০০ টা

১৬ গুণ বেশি ইউরেনিয়াম মজুদ করেছে ইরান

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) দাবি করেছে, পরমাণু সমঝোতায় যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের কথা বলা হয়েছিল, ইরান তার ১৬ গুণ ইউরেনিয়াম মজুদ করেছে। সোমবার সংস্থাটির নির্বাহী বোর্ডের সদস্য দেশগুলোর কাছে তুলে ধরা ত্রৈমাসিক প্রতিবেদনে এমন দাবি করেছেন আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ইরানে বর্তমানে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের পরিমাণ ৩ হাজার ২৪?১ কিলোগ্রাম। ২০?১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা চুক্তি হওয়ার পর থেকে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে প্রতি তিন মাসে একটি করে প্রতিবেদন নির্বাহী বোর্ডের কাছে হস্তান্তর করে আসছে আইআইএ। ওই সমঝোতায় ইরানকে সর্বোচ্চ ৩০০ কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করার অনুমতি দেওয়া হয়েছিল। ইরান ২০১৮ সালের মে মাস পর্যন্ত ওই সমঝোতা মেনে চলেছে। কিন্তু ওই মাসে যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান কয়েক দফায় ইউরোপকে সতর্ক করে শেষ পর্যন্ত এই সমঝোতা বাস্তবায়নের মাত্রা কমিয়ে দেয়।

 ফলে ইরানের পক্ষে নির্ধারিত মাত্রা ও পরিমাণ অতিক্রম করার পথ খুলে যায়। তবে তেহরান জানিয়েছে, দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্র এই সমঝোতায় আবার ফিরে এলে ইরানও আবার পরমাণু সমঝোতায় নিজের দেওয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করবে।

 

সর্বশেষ খবর