শুক্রবার, ৪ জুন, ২০২১ ০০:০০ টা

রুশ টিকা বয়স্কদের ক্ষেত্রে ৮৩.৭ শতাংশ কার্যকর

রাশিয়ার ‘স্পুটনিক লাইট’ করোনার টিকা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ৮৩ দশমিক ৭ শতাংশ পর্যন্ত কার্যকর। রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) গত বুধবার এ তথ্য জানিয়েছে। প্রসঙ্গত, রাশিয়ার ‘স্পুটনিক-ভি’ টিকার একটি সংস্করণ ‘স্পুটনিক লাইট’। ‘স্পুটনিক-ভি’ দুই ডোজের টিকা। অন্যদিকে ‘স্পুটনিক লাইট’ এক ডোজের টিকা। গত মাসে ‘স্পুটনিক লাইট’ টিকার অনুমোদন দেয় রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ। আরডিআইএফ জানায়, আর্জেন্টিনা থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, বয়স্ক (৬০-৭৯ বছর) ব্যক্তিদের ক্ষেত্রে ‘স্পুটনিক লাইট’ টিকা ৭৮ দশমিক ৬ থেকে ৮৩ দশমিক ৭ শতাংশ পর্যন্ত কার্যকর। আরডিআইএফের প্রধান দিমিত্রেভ বলেন, বেশি ঝুঁকিগ্রস্ত গোষ্ঠীতে থাকা বয়স্কদের ক্ষেত্রে ‘স্পুটনিক লাইট’ টিকার কার্যকারিতার বিষয়টি বুয়েনস এইরেসের স্বাধীন তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রকাশিত প্রকাশনায় নিশ্চিত হয়েছে।

সর্বশেষ খবর