শনিবার, ৫ জুন, ২০২১ ০০:০০ টা

আলাপনের চিঠি দিল্লিতে পরবর্তী পদক্ষেপ কী?

আলাপনের চিঠি দিল্লিতে পরবর্তী পদক্ষেপ কী?

পশ্চিমবঙ্গের সদ্য সাবেক হওয়া মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যে বিরোধ অব্যাহত। আলাপনকে শোকজ করেছিল কেন্দ্রীয় সরকার। মোদি সরকারের নির্দেশ মেনে বৃহস্পতিবার রাতে শোকজের জবাব দিয়েছেন আলাপন। সেখানে তিনি বলেছেন, মুখ্য সচিব হিসেবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মানতে তিনি বাধ্য ছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে গিয়েছিলেন। আবার তার নির্দেশেই তিনি বৈঠক থেকে বেরিয়ে এসেছিলেন।

মোদি প্রশাসন এখন সেই চিঠি খতিয়ে দেখছে। আর খুব শিগগিরই জানা যাবে, আলাপনের বিষয়ে কী পদক্ষেপ করতে চায় কেন্দ্র। তবে এখন প্রশ্ন হলো, আলাপনের জবাব পাওয়ার পর কেন্দ্রীয় সরকার কী করতে পারে? নাম প্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা ডয়েচে ভেলেকে জানিয়েছেন, ‘হয় এই জবাব পাওয়ার পর এ বিষয়ে আর না এগোনোর সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র, অথবা আলাপনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। তার পেনশনসহ অবসরকালীন সুযোগ-সুবিধা বন্ধ করতে পারে। অথবা বিপর্যয় মোকাবিলা আইন অনুসারে ব্যবস্থা নিতে পারে। কেন্দ্র ব্যবস্থা নিলে মামলা আদালত পর্যন্ত গড়াবে।’ তবে সাবেক আমলাদের একাংশের মতে, আলাপনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না কেন্দ্র। কারণ, এখানে তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেছেন। সাবেক কেন্দ্রীয় সচিব এবং প্রসার ভারতীর সাবেক সিইও জহর সরকার আনন্দবাজারে প্রকাশিত একটি নিবন্ধে লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী রাজ্য বিপর্যয় মোকাবিলা অথরিটির চেয়ারপারসন। আর মুখ্য সচিব ওই আইনের ২০ নম্বর ধারা অনুযায়ী, সেই অথরিটির নির্বাহী কমিটির চেয়ারপারসন। আগে  দেখাতে হবে, তার কোনো আদেশ রাজ্য বিপর্যয় মোকাবিলা অথরিটির চেয়ারপারসন কিংবা নির্বাহী কমিটির চেয়ারপারসন অমান্য করেছেন? সেই লিখিত আদেশ কোথায়?’ তার   মতে, ‘রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বকে লিখিতভাবে এভাবে কাঠগড়ায় তোলা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় প্রবল আঘাত।’

সর্বশেষ খবর