রবিবার, ৬ জুন, ২০২১ ০০:০০ টা

ইসরায়েলের নতুন নেতৃত্বে আশ্বস্ত নন ফিলিস্তিনিরা

ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের মেয়াদ শেষ হওয়া প্রায় নিশ্চিত। কিন্তু নতুন যে নেতৃত্ব আসতে চলেছে তা নিয়ে ফিলিস্তিনিরা আশ্বস্ত নন। ইসরায়েলে নতুন সরকার গঠনে বিরোধী নেতাদের মধ্যে যে চুক্তি হয়েছে তাতে প্রথম দুই বছরের জন্য প্রধানমন্ত্রী হতে পারেন নাফটালি বেনেট। এরপর প্রধানমন্ত্রী হবেন বর্তমান সংসদের বিরোধী নেতা ইয়ার লাপিড। সাম্প্রতিক সংঘাতের বেশির ভাগ দায় ফিলিস্তিনিদের বলে বৃহস্পতিবার মন্তব্য করেন সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী নাফটালি বেনেট। ইসরায়েলের গণমাধ্যমকে তিনি বলেন, সত্যটা অবশ্যই বলতে হবে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যে সংঘাত, সেটা এলাকা নিয়ে নয়। ফিলিস্তিনিরা এখানে আমাদের অস্তিত্ব স্বীকার করে না এবং মনে হচ্ছে এ মনোভাব আরও অনেক দিন থাকবে। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর একজন প্রতিনিধি বাসেম আল-সালহি বলছেন, যিনি প্রধানমন্ত্রী হতে চলেছেন তিনি নেতানিয়াহুর চেয়ে কম চরমপন্থি নন। তিনি কতটা চরমপন্থি তা প্রমাণের চেষ্টা চালাবেন বলে মন্তব্য করেন তিনি। গাজার এক সরকারি কর্মকর্তা আহমেদ রেজিকের কণ্ঠেও একইরকম সুর শোনা গেছে। ইসরায়েলের নেতাদের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মনে করেন তিনি। ‘তারা তাদের দেশের জন্য ভালো কিংবা খারাপ।

সর্বশেষ খবর