সোমবার, ৭ জুন, ২০২১ ০০:০০ টা

বন্দুক হামলায় ১৩২ গ্রামবাসী নিহত

পশ্চিম আফ্রিকার দেশ বারকিনা ফাসোর উত্তরাঞ্চলের একটি গ্রামে সশস্ত্র হামলাকারীরা অন্তত ১৩২ জন বেসমারিক মানুষকে হত্যা করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে হামলাকারীরা সোলহান নামের ওই গ্রামে সারা রাত তান্ডব চালায়। বাড়িঘর ও বাজারে আগুন ধরিয়ে দেয়। তবে এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। সংবাদমাধ্যমটি জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বারকিনা ফাসোতে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এটি ‘চরম নিষ্ঠুরতা’। দেশটির প্রেসিডেন্ট রোচ কাবোর এমন বর্বর ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট জানিয়েছেন, এই অশুভ শক্তির বিরুদ্ধে আমরা অবশ্যই রুখে দাঁড়াব। ওই রাতেই সোলহানের ১৫০ কিলোমিটার উত্তরে তাদারাত নামের আরেকটি গ্রামে হামলায় ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সশস্ত্র গ্রুপগুলো ওই অঞ্চলের বেশিরভাগ এলাকাজুড়ে হামলা, অপহরণের মতো কর্মকান্ড চালিয়ে আসার কারণে প্রতিবেশী দেশগুলোর মতো বারকিনা ফাসোও গভীর নিরাপত্তা সংকটে ভুগছে। জঙ্গি হামলা বেড়ে যাওয়ায় সম্প্রতি দেশটির সেনাবাহিনী অভিযান চালায়। তা সত্ত্বেও এসব হামলা প্রতিরোধে সেনাবাহিনী রীতিমতো হিমশিম খাচ্ছে।

সর্বশেষ খবর