সোমবার, ৭ জুন, ২০২১ ০০:০০ টা
গবেষণা তথ্য

ভয়ংকর রূপ নিচ্ছে বর্ষা

জলবায়ু পরিবর্তনের ওপর গবেষণা চালাতে গিয়ে বিপজ্জনক তথ্য পেয়েছে বিজ্ঞানীরা। ভারতবর্ষের ওপর পরিচালিত এক গবেষণায় বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে বর্ষাকাল ক্রমেই আরও ভয়ংকর রূপ নেবে। গবেষণার এ তথ্য গত শুক্রবার সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশ হয়েছে। এতে বলা হয়েছে, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ বাড়ায় তাপমাত্রা বাড়ছে। গরম আবহাওয়ায় বাড়তি আর্দ্রতা গ্রীষ্ম ও বর্ষাকে করে তুলছে আরও বেশি বৃষ্টিপ্রবণ। ফলে কোনো পূর্বাভাস এখানে টিকছে না। জলবায়ুর পরিবর্তন বর্ষাকালকে পুরো বদলে দিচ্ছে। নতুন গবেষণা বলছে, ভারতবর্ষে জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ ফল হিসেবে বর্ষার এই  মেজাজ বদলে পুরো অঞ্চলের চেহারা আর ইতিহাসই বদলে দিতে পারে। এ গবেষণার নেতৃত্বে ছিলেন ব্রাউন ইউনিভার্সিটির আর্থ, এনভায়রনমেন্ট অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস-এর অধ্যাপক স্টিভেন ক্লেমেন্স। তিনি বলেন, ‘গত ১০ লাখ বছরের তথ্য বিশ্লেষণ করে আমরা দেখেছি, বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার পর দক্ষিণ এশিয়ায় বর্ষা মৌসুমে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে যায়।

ফলে জলবায়ু মডেলগুলোর যে পূর্বাভাস আমরা এতদিন পেয়ে আসছি, তার সঙ্গে লাখো বছরের প্রবণতা দারুণভাবে মিলে যাচ্ছে।’

জার্মানির পোস্টড্যাম ইনস্টিটিউটের ক্লাইমেট ডাইনামিকসের অধ্যাপক অ্যান্ডার্স লিভারম্যান বলেছেন, ‘এবারের গবেষণায় যে বিপুল তথ্য এসেছে, সেটা অসাধারণ। পৃথিবীর ইতিহাসের লাখ লাখ বছরের কথা বলছে এসব তথ্য। প্রকৃতির যে নিয়ম আমরা প্রতিদিন দেখছি, তা ওই ভূস্তরে স্পষ্ট ছাপ রেখে যাচ্ছে। আর এই ঘটনাপ্রবাহ ভারতীয় উপমহাদেশের বাসিন্দাদের জন্য দুর্দিন নিয়ে আসছে।’ তিনি বলেন, ‘সাম্প্রতিক বর্ষা মৌসুমগুলোতে বৃষ্টির আর ক্ষতির পরিমাণ এমনিতেই বেড়ে গেছে। কিন্তু ভবিষ্যতে তা হবে বিপর্যয়কর। তাছাড়া ঋতু বৈচিত্র্য যেভাবে পাল্টে যাচ্ছে, তাতেও প্রাণ ও প্রতিবেশের ঝুঁকি বেড়ে যাচ্ছে।’    

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর