মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা বাতিল

করোনার কারণে ভারতের পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল এ ঘোষণা দিয়েছেন। কীভাবে মূল্যায়ন হবে তা সাত দিনের মধ্যে জানানো হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এসব পরীক্ষা নিয়ে জনমতকেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মমতা। তিনি জানান, করোনা পরিস্থিতিতে এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের সুপারিশ করেছিল বিশেষজ্ঞ কমিটি। এ ক্ষেত্রে অভিভাবকদের থেকে মতামত চেয়েছিল রাজ্য সরকার। সোমবার বেলা ২টার মধ্যে ইমেল-এ মতামত জানাতে বলা হয়েছিল অভিভাবকদের। তাতে মাধ্যমিক না হওয়ার পক্ষে জনমত পড়েছে ৭৯ শতাংশ। উচ্চমাধ্যমিক না হওয়ার পক্ষে জনমত পড়েছে ৮৩ শতাংশ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে ৩৪ হাজার ইমেল পৌঁছেছে রাজ্য সরকারের কাছে।

সর্বশেষ খবর