মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ০০:০০ টা
চীনে মানবাধিকার লঙ্ঘন

প্যারিসে বিক্ষোভে হাজারো মানুষ

চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নতুন নয়। এবার চীনের এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্যারিসে আন্দোলনে অংশ নিল এশিয়া, আফ্রিকার প্রচুর অভিবাসী। তারা ‘আফ্রিকা ও এশিয়া মিটিং’ নামে একটি সংগঠনের মাধ্যমে এক ছাতার নিচে এসে আন্দোলন করেছে। চীনা সরকার যেভাবে মানবাধিকার লঙ্ঘন করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা পশ্চিমা দেশগুলোকে অনুরোধ করেছে এবং বেইজিং অলিম্পিক ২০২২ বয়কটের ডাক দিয়েছে। উল্লেখ্য, চীনের উইঘুরদের ওপর মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যার তদন্তে একটি স্বাধীন প্যানেল লন্ডনের চার্চ হাউসে গঠিত হয়েছে। চার দিনের এই শুনানি গত ৪ জুন থেকে শুরু হয়েছে এবং চলবে ৭ জুন পর্যন্ত।

সর্বশেষ খবর