বুধবার, ৯ জুন, ২০২১ ০০:০০ টা

ন্যাটো প্রধানের সঙ্গে বাইডেনের বৈঠক

আগামী সপ্তাহে জেনেভায় ন্যাটোর সম্মেলনে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর। এর আগে রবিবার ন্যাটোর প্রধান জেনস স্টেলটেনবার্গের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করলেন বাইডেন। হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে জেনস স্টেলটেনবার্গ সাংবাদিকদের জানিয়েছেন, একাধিক বিষয় নিয়ে দুইজনের মধ্যে আলোচনা হয়েছে। ট্রান্স অ্যাটলান্টিক কূটনীতি নিয়ে দীর্ঘ কথা হয়েছে। আলোচনা হয়েছে চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়েও। পরে এ বিষয়ে একটি টুইটও করেন স্টেলটেনবার্গ। ন্যাটো প্রধান জানিয়েছেন, ভবিষ্যতের কথা ভেবে ন্যাটোকে আরও শক্তিশালী করার কথা হয়েছে বাইডেনের সঙ্গে। প্রতিরক্ষার ক্ষেত্রে ন্যাটোর কোনো দেশই এখন এককভাবে শক্তিশালী নয়, সমষ্টিগতভাবে শক্তিশালী।

সর্বশেষ খবর