বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১ ০০:০০ টা

প্রিন্স হ্যারির মেয়ের রাজকীয় নাম নিয়ে তর্ক-বিতর্ক

 প্রিন্স হ্যারির মেয়ের রাজকীয় নাম নিয়ে তর্ক-বিতর্ক

প্রিন্স হ্যারি এবং ডাচেস অব সাসেক্স মেগান এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন। নতুন রাজকন্যার নাম রাখা হয়েছে লিলিবেট ডায়না। এরই মধ্যে নাম রাখা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রাজকন্যা লিলির জন্ম হয়েছে সবে মাত্র পাঁচদিন, এরই মধ্যে তার নাম হয়ে উঠছে রাজনৈতিক ইস্যু। হ্যারি এবং মেগানের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘লিলির নাম রানী এলিজাবেথের ডাক নাম অনুসারে রাখা হয়েছে।’ রানী দ্বিতীয় এলিজাবেথকে শৈশবকালে তাঁর দাদা জর্জ আদর করে লিলিবেট বলে ডাকতেন। স্বামী প্রিন্স ফিলিপও স্ত্রীকে ওই নামেই সম্বোধন করতেন ।

এদিকে, হ্যারির প্রয়াত মা লেডি ডায়ানার প্রতি শ্রদ্ধা জানিয়ে লিলিবেটের মাঝের নামটি রাখা হয়েছে ‘ডায়ানা’। এতে ব্রিটিশ কিছু ট্যাবলয়েড এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অনেকেই মেগান মার্কেলের প্রতি বেশ অসন্তোষ প্রকাশ করেছেন। হ্যারি ও মেগানের রাজকীয় দায়িত্ব থেকে পদত্যাগের বিরুদ্ধে সমালোচকদের মতে, সম্প্রতি স্বামী হারানো বিধবা রানীকে অপমান করার জন্য তাদের কন্যার জন্য লিলিবেট নামটি বেছে নিয়েছেন। অন্যরা অবশ্য এই নামকরণকে হ্যারি ও মেগানের পক্ষ থেকে রাজপরিবারের সাথে ‘পুনর্মিলন’ এর প্রস্তাব হিসেবে দেখছেন। যুক্তরাজ্যের মেট্রো ট্যাবলয়েড এ বলা হয়, লিলিবেট নাম রাখায় রানীর প্রতি হ্যারি, মেগান দম্পতির গভীর শ্রদ্ধারই প্রতীক। অন্যদিকে ডেইলি মেইলের মতে, প্রিন্স হ্যারি এবং মেগান কি নাম প্রকাশের আগে রাজতন্ত্রের অনুমতি নিয়েছেন? 

সর্বশেষ খবর