বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১ ০০:০০ টা

গ্রাহকের ছবি ফাঁসের জন্য জরিমানা দিল অ্যাপল

গ্রাহকের ছবি ফাঁসের জন্য জরিমানা দিল অ্যাপল

আইফোন সারতে দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী। এরপর তাঁর ব্যক্তিগত ছবি, ভিডিও ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তার জন্য এখন ওই শিক্ষার্থীকে কয়েক মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হলো আইফোন বাজারজাতকারী কোম্পানি অ্যাপলকে। ইউনিভার্সিটি অব অরেগনের ওই শিক্ষার্থী মামলায় পাঁচ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছিলেন। তবে  ঠিক কত মিলিয়ন ডলার দিয়ে   অ্যাপল তাঁর সঙ্গে সমঝোতা করেছে, তা প্রকাশ করা হয়নি। অ্যাপলের নথিতে অর্থের পরিমাণ উল্লেখ করা হয়েছে ‘মাল্টিমিলিয়ন ডলার’। এনডিটিভির খবরে বলা হয়েছে, আপসরফায় একটি গোপন শর্ত রয়েছে। সেই শর্ত অনুযায়ী, ওই শিক্ষার্থী এই মামলার বিষয়ে আর কথা বলতে পারবেন না এবং তিনি কত ক্ষতিপূরণ পেয়েছেন, তাও প্রকাশ করতে পারবেন না। ২০১৬ সালে ২১ বছরের ওই শিক্ষার্থী ক্যালিফোর্নিয়ায় পেগাট্রোন টেকনোলজি সার্ভিস নামে অ্যাপলের মেরামত সেন্টারে তাঁর আইফোনটি সারতে দিয়েছিলেন। ফোনটি সেখানে থাকা অবস্থায় তাঁর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে প্রকাশিত হয়। ঘটনাটি প্রকাশ হওয়ার পর তদন্ত করে অ্যাপল।

সর্বশেষ খবর