বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১ ০০:০০ টা

করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল সাড়ে ১৭ কোটি

বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ১৭ কোটি ছাড়াচ্ছে। গতকাল সকাল পর্যন্ত এ সংখ্যা ছিল ১৭ কোটি ৪৯ লাখ। প্রতি ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বাড়ছে ৩ লাখ ৬১ হাজার করে। এ ছাড়া গতকাল সকাল পর্যন্ত বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা ছিল ৩৭ লাখ ৬৪ হাজার। প্রতি ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু যোগ হচ্ছে ১০ হাজারেরও বেশি জন করে। প্রাপ্ত খবর অনুযায়ী, বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু বেড়েই চলেছে। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৪২ হাজার ৮৬৬ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ১৩ হাজার ৫২ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৮২ লাখ ২০ হাজার ৮৬৩ জন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।  তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, পঞ্চম স্থানে তুরস্ক, ষষ্ঠ স্থানে রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম আর্জেন্টিনা এবং দশম জার্মানি। সংক্রমণ ও মৃত্যুর তালিকায় সম্প্রতি এক ধাপ ওপরে উঠে এসেছে বাংলাদেশ। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩২তম।

সর্বশেষ খবর