বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১ ০০:০০ টা

বসনিয়ার ‘কসাই’ ম্লাদিচের যাবজ্জীবন কারাদন্ড বহাল

বসনিয়ার কসাই হিসেবে পরিচিত সাবেক সার্ব সামরিক কমান্ডার রাতকো ম্লাদিচের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদন্ডের রায় বহাল রেখেছেন জাতিসংঘের যুদ্ধাপরাধের বিচারকরা। মঙ্গলবার রাতকো ম্লাদিচের করা আপিল প্রত্যাখ্যান করে যাবজ্জীবন কারাদন্ডের রায় বহাল রাখেন তারা। এর আগে হেগের জাতিসংঘের ইন্টারন্যাশনাল রেসিডুয়াল মেকানিজম ফর ফৌজদারি ট্রাইব্যুনালসের নিম্ন আদালতে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণা করেন বিচারকরা। ম্লাদিচের যাবজ্জীবন কারাদন্ডের এ রায়কে বিশ্বের বিভিন্ন মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান, বিশ্বনেতা ও অন্যরা স্বাগত জানিয়েছেন। ৭৮ বছর বয়সী ম্লাদিচ বসনিয়ায় ১৯৯২-৯৫ যুদ্ধের সময় বসনিয়ার সার্ব বাহিনীর নেতৃত্ব দেন। তিনি ৮ হাজারের বেশি মুসলিম পুরুষ ও বালককে হত্যা করেন।

সর্বশেষ খবর