শুক্রবার, ১১ জুন, ২০২১ ০০:০০ টা

ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে চায় সৌদি ও আমিরাত

ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে চায় সৌদি ও আমিরাত

মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার নিয়ে সৌদি আরব ও ইরান দ্বন্দ্ব বহু পুরনো। দুই দেশেরই তাদের  প্রভাব শুধু দেশে নয় পার্শ¦বর্তী দেশ ও সংগঠন তৈরি করে বিস্তারের চেষ্টা করছে। এই মনোভাব কখনো কখনো যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করে।

বিশেষ করে ইরানের   পারমাণবিক প্রকল্প নিয়ে সব সময় সরব সৌদি আরব ও তার মিত্র সংযুক্ত আরব আমিরাত। কিন্তু সেই ইস্যুতে এখন তারা আগের অবস্থান থেকে সরে এসেছে। তারা ইরানের সঙ্গে সৃষ্ট উত্তেজনা নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে নিরাপত্তা ইস্যুকে আমলে নিয়ে ভবিষ্যৎ আলোচনার জন্য তদবির চালিয়ে যাচ্ছে। বিশ্ব শক্তিগুলো ২০১৫ সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করে। কিন্তু গত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে বেরিয়ে গেলে ফের সমস্যার সৃষ্টি হয়।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন প্রশাসন এই চুক্তিটি পুনরুজ্জীবিত করতে   চায়। এ জন্য সহায়তা দিতে কাজ করছে সৌদি আরব।

সর্বশেষ খবর