শুক্রবার, ১১ জুন, ২০২১ ০০:০০ টা

নাভালনির সংগঠনকে নিষিদ্ধ করল রাশিয়ার আদালত

নাভালনির সংগঠনকে নিষিদ্ধ করল রাশিয়ার আদালত

রাশিয়ার সরকারবিরোধী রাজনীতিক অ্যালেক্সাই নাভালনির প্রতিষ্ঠিত সংগঠনগুলো নিষিদ্ধ করেছে দেশটির একটি আদালত। বুধবার নাভালনিকে উগ্রপন্থি হিসেবে আখ্যায়িত করে এ রায় দেয় মস্কো সিটি কোর্ট। তবে এ রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আখ্যয়িত করেছেন নাভালনি সমর্থকরা। তারা বলছেন, আসন্ন পার্লামেন্ট নির্বাচনের কয়েক মাস আগে পুতিন-বিরোধীদের স্তব্ধ করে দেওয়ার হীন উদ্দেশ্য নিয়ে এই রায় দেওয়া হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, মস্কো সিটি কোর্টের দেওয়া এ রায় তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এর ফলে নাভালনির প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ফাইটিং করাপশন (এফবিকে) এবং দেশজুড়ে এ সংগঠনের সব আঞ্চলিক অফিস নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে এগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা সরকারি কোনো পদ পদবির জন্য প্রার্থী হতে পারবেন না।

সর্বশেষ খবর