রবিবার, ১৩ জুন, ২০২১ ০০:০০ টা

নোবেলজয়ী রসায়নবিদ নেগিশি আর নেই

নোবেলজয়ী রসায়নবিদ নেগিশি আর নেই

জাপানের নোবেলজয়ী রসায়নবিদ ই-আইচি নেগিশি (৮৫) মারা গেছেন। তিনি ওষুধ ও ইলেকট্রনিক্স উৎপাদনে যৌগিক রাসায়নিক পদার্থ তৈরির একটি পদ্ধতি আবিষ্কারের জন্য ২০১০ সালে নোবেল পুরস্কার পান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এ নোবেলজয়ী। ইন্ডিয়ানার পারডু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন নেগিশি। ১৯৭৯ সাল থেকে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যাপনা করছিলেন।

২০১০ সালে জাপানি আকিরা সুজুকি ও মার্কিন রিচার্ড হেকের সঙ্গে যৌথভাবে রসায়নবিজ্ঞানে নোবেল পান ই-আইচি নেগিশি। আকিরা সুজুকি জাপানের হোক্কাইদো বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক। আর যুক্তরাষ্ট্রের ডেলওয়ার বিশ্ববিদ্যালয়ের রসায়নবিজ্ঞানের অধ্যাপক রিচার্ড হেক। ১৯৩৫ সালের ১৪ জুলাই চীনের মাঞ্চুরিয়ায় জন্মগ্রহণ করেছিলেন ই-আইচি নেগিশি। এরপর ১৯৫৮ সালে তিনি জাপানের নামকরা টোকিও বিশ্ববিদ্যালয়ের রসায়নবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক শেষ করেন। ১৯৬০ সালে স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এনডিটিভি।

সর্বশেষ খবর