রবিবার, ১৩ জুন, ২০২১ ০০:০০ টা

জর্জ ফ্লয়েড হত্যার ছবি তুলে পুলিৎজার জিতল পথচারী কিশোরী

জর্জ ফ্লয়েড হত্যার ছবি তুলে পুলিৎজার জিতল পথচারী কিশোরী

সাংবাদিকতায় সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার পুলিৎজার। ২০২১-এর পুলিৎজার পুরস্কার ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ বছর বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার ছবি মোবাইল ফোনে ভিডিও ধারণ করা পথচারী কিশোরী ডারনেলা ফ্রেজার। পুলিৎজার পুরস্কার বোর্ডের সুপারিশে গত শুক্রবার এই তালিকা প্রকাশ করেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। গত বছরের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে জর্জ ফ্লয়েডকে হাঁটু তার ঘাড় চেপে ধরেন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা  ডেরেক চাউভিন। এতে কিছুক্ষণের মধ্যেই দম বন্ধ হয়ে মারা যান ফ্লয়েড। এ ঘটনার প্রথম সংবাদ প্রকাশ করায় দ্য মিনিয়াপোলিস স্টার ট্রিবিউনকে  ব্রেকিং নিউজ ক্যাটাগরিতে পুলিৎজার পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ ছাড়া করোনা মহামারী নিয়ে একের পর এক দূরদর্শী সংবাদ প্রকাশের স্বীকৃতি হিসেবে জনসেবা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে আরেক মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস। ফিচার ফটোগ্রাফিতে পুরস্কার জিতে নিয়েছেন এপির এমিলিও মোরেনাত্তি। ১৯১৭ সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া হচ্ছে। বর্তমানে ২১টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। এ বছর যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য দ্য মার্শাল প্রজেক্ট, আল ডটকম, ইনডিস্টার ও ইনভিজিবল ইনস্টিটিউট ন্যাশনাল রিপোর্ট ক্যাটাগরিতে পুলিৎজার ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সিএনএন।

সর্বশেষ খবর