সোমবার, ১৪ জুন, ২০২১ ০০:০০ টা

আবারও উত্তপ্ত কাশ্মীর

করোনা মহামারীর মধ্যে আবারও উত্তপ্ত ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর। হঠাৎ করে ভারত নিয়ন্ত্রিত অঞ্চলটিতে বেড়ে গেছে সন্ত্রাসী হামলা। নিরাপত্তা বাহিনীর অভিযানে মারা যান দুই বেসামরিক নাগরিক। হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সোপর শহরে নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা চালায় অস্ত্রধারীরা। পরে পুলিশ অঞ্চলটিতে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে। ওই অভিযানে মারা যান দুই বেসামরিক নাগরিক। আহত হন আরও তিনজন। পরে পুলিশি হামলার প্রতিবাদে লাশ নিয়ে বিক্ষোভ করেন কয়েকশ’ মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অস্ত্রধারীরা পালিয়ে গেলেও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় পুলিশ। এতে বেশ কয়েকজন হতাহত হন। হামলাকারীদের ধরতে না পারলেও নিরীহ মানুষকে গুলিকে হত্যার সমালোচনা করেন তারা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর লকডাউনে নিরাপত্তা বাহিনী ও রাজনীতিবিদদের ওপর হঠাৎ বেড়ে গেছে সন্ত্রাসী হামলা। কাশ্মীরের স্বাধীনতার দাবিতে ১৯৮৯ সাল থেকে সশস্ত্র বিদ্রোহী করে আসছে অঞ্চলটির বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী দল। এদের দমনে প্রায় অভিযান চালিয়ে থাকে ভারতীয় নিরাপত্তা বাহিনী। আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে প্রতিবেশী দেশ পাকিস্তানের বিরুদ্ধে এদের মদদ দেওয়ার অভিযোগ করে থাকে নয়াদিল্লি। যদিও এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইসলামাবাদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর