শিরোনাম
বুধবার, ১৬ জুন, ২০২১ ০০:০০ টা

ইয়েমেনে প্রতি ৫ মিনিটে মারা যাচ্ছে একটি শিশু

ইয়েমেনে প্রতি ৫ মিনিটে মারা যাচ্ছে একটি শিশু

ইয়েমেনে প্রতি ৫ মিনিটে একটি শিশু মৃত্যুবরণ করছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব আল-কুব্বাত। আরব জোটের আগ্রাসন ও অবরোধের কারণে দেশটিতে এ অবস্থা সৃষ্টি হয়েছে। পার্স টু ডের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সাম্প্রতিক অবস্থা এত বেশি খারাপ যে, সেখানে অর্ধেক হাসপাতালে এখন আর সেবা দেওয়ার মতো ব্যবস্থা নেই। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব আল-কুব্বাত বলেছেন, আরব জোটের আগ্রাসন ও অবরোধের কারণে দেশটিতে এ অবস্থা সৃষ্টি হয়েছে। সৌদি জোটের আগ্রাসন ও অবরোধের কারণে ইয়েমেনের স্বাস্থ্য খাতের ওপর কী ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে সে সম্পর্কে এক প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি জোটের আগ্রাসনের কারণে ইয়েমেনের মোট ৫২৭টি হাসপাতাল সম্পূর্ণ কিংবা আংশিক ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এ ছাড়া বেশ কিছু হাসপাতালে জীবাশ্ম জ্বালানির অভাবে স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

প্রতি বছরই দেশটিতে অন্তত ৮ হাজার নারী মারা যাচ্ছে। প্রায় ২ কোটি ৬০ লাখ শিশু মারাত্মক অপুষ্টির শিকার হয়েছে আর মৃত্যুবরণ করছে। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব আল-কুব্বাত সৌদি জোটের আগ্রাসন নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ খবর