বুধবার, ১৬ জুন, ২০২১ ০০:০০ টা
করোনা টিকা

জি-৭-এর সমালোচনায় জাতিসংঘ

শিল্পোন্নত সাত শীর্ষ দেশের জোট জি-৭। এই জোটের দেশগুলোর কাছে বিশ্বের বেশির ভাগ করোনা টিকার সংগ্রহ। ফলে অনুন্নত দেশগুলো টিকা পাচ্ছে না। চলতি সপ্তাহে যুক্তরাজ্যে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে করোনা মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে টিকার ১০০ কোটি ডোজ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় সংস্থার প্রধান মার্ক লোকক। তিনি মন্তব্য করেছেন, আগামী বছর পর্যন্ত এই ১০০ কোটি ডোজ দেওয়ার যে প্রতিশ্রুতি তারা দিয়েছে, তা ‘ছোট পদক্ষেপ। সারা বিশ্বের জনগণকে কীভাবে টিকা দেওয়া হবে, তার একটি পরিকল্পনা জি-৭ জোটের কাছ থেকে পাওয়ার কথা ছিল। কিন্তু আমরা পেলাম মাত্র ১০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা। যা মহামারির ইতি টানবে না।’

সর্বশেষ খবর