বুধবার, ১৬ জুন, ২০২১ ০০:০০ টা

এক বছরে এমিরেটসের লোকসান ৫৫০ কোটি ডলার

করোনা মহামারীর কারণে ভ্রমণ নিষেধাজ্ঞায় মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ বিমান সংস্থা এমিরেটসের গত এক বছরে নেট লোকসান হয়েছে ৫৫০ কোটি ডলার। এ সময়ে রাজস্ব আয় কমে গেছে শতকরা ৬৬ ভাগেরও বেশি। অনলাইন আইরিশ এক্সামিনার এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, এক বছরে তাদের রাজস্ব আয় হয়েছে ৮৪০ কোটি ডলার কম। কভিডে চলমান ভ্রমণ বিধিনিষেধের কারণে এই এই ঘটনা ঘটেছে। এমিরেটস বলেছে, গত এক বছরে তাদের যাত্রী এবং কার্গো ক্যাপাসিটি কমেছে শতকরা ৫৮ ভাগ।

গত বছর এমিরেটসের লাভ কমে গিয়েছিল। তবু তারা ২৮ কোটি ৮০ লাখ ডলার লাভ পেয়েছিল। এমিরেটস গ্রুপ বলেছে, তাদের মোট লোকসানের পরিমাণ প্রায় ৬০০ কোটি ডলার। তিন দশকেরও বেশি সময়ের মধ্যে এই প্রথমবার এই বিমান সংস্থা লোকসান গুনল।

সর্বশেষ খবর