রবিবার, ২০ জুন, ২০২১ ০০:০০ টা

ওমানে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ

আজ রাত থেকে দেশটিতে করোনাকালীন নতুন এ বিধিনিষেধ কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে

প্রাণঘাতী করোনা বিস্তারের লাগাম টানতে মানুষ ও যানবাহনের চলাচলের ওপর রাত্রিকালীন বিধিনিষেধ আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। আজ রাত থেকে দেশটিতে করোনাকালীন নতুন এ বিধিনিষেধ কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির সরকারি সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রবিবার রাত থেকে মানুষ ও যানবাহনের চলাচলের ওপর নতুন বিধিনিষেধ কার্যকর হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত জনগণ, যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা এবং সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম ও জনসমাগমপূর্ণ এলাকা বন্ধ থাকবে।

করোনা মহামারী নিয়ন্ত্রণে আরোপিত এসব সিদ্ধান্ত রোববার রাত থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে বলে সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে।

তবে সব ধরনের হোম ডেলিভারি সেবা বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। এ ছাড়া আগের ঘোষিত কারফিউয়ের সময় যেসব কার্যক্রম বিধিনিষেধের আওতামুক্ত ছিল সেগুলো অব্যাহত থাকবে। 

দেশটির স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট সব ধরনের প্রতিষ্ঠান স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে জাতীয় টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করবে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। একই সঙ্গে দেশটির উপযুক্ত সব নাগরিককে করোনাভাইরাসের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে সরকার। খালিজ টাইমস।

ওমানে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ

আজ রাত থেকে দেশটিতে করোনাকালীন নতুন এ বিধিনিষেধ কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে

 

প্রাণঘাতী করোনা বিস্তারের লাগাম টানতে মানুষ ও যানবাহনের চলাচলের ওপর রাত্রিকালীন বিধিনিষেধ আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। আজ রাত থেকে দেশটিতে করোনাকালীন নতুন এ বিধিনিষেধ কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির সরকারি সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রবিবার রাত থেকে মানুষ ও যানবাহনের চলাচলের ওপর নতুন বিধিনিষেধ কার্যকর হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত জনগণ, যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা এবং সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম ও জনসমাগমপূর্ণ এলাকা বন্ধ থাকবে।

করোনা মহামারী নিয়ন্ত্রণে আরোপিত এসব সিদ্ধান্ত রোববার রাত থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে বলে সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে।

তবে সব ধরনের হোম ডেলিভারি সেবা বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। এ ছাড়া আগের ঘোষিত কারফিউয়ের সময় যেসব কার্যক্রম বিধিনিষেধের আওতামুক্ত ছিল সেগুলো অব্যাহত থাকবে। 

দেশটির স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট সব ধরনের প্রতিষ্ঠান স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে জাতীয় টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করবে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। একই সঙ্গে দেশটির উপযুক্ত সব নাগরিককে করোনাভাইরাসের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে সরকার। খালিজ টাইমস।

সর্বশেষ খবর