সোমবার, ২১ জুন, ২০২১ ০০:০০ টা

ভিয়েনা সংলাপ এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্থানীয় সময় শনিবার রাতে এক বিবৃতিতে বলা হয়, ইরানের ক্ষমতায় কে রয়েছেন তা আমাদের বিবেচ্য বিষয় নয়। যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার্থে আমাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী, ভিয়েনা সংলাপের সর্বশেষ পর্বের আলোচনায় যে অর্থপূর্ণ অগ্রগতি হয়েছে তাকে আরও এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর।

প্রেসিডেন্ট ইবরাহিম রায়িসিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, তুরস্কের  প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান, কাতারের আমির, কুয়েতের আমির, ওমানের সুলতান, আজারবাইজানের প্রেসিডেন্ট, আর্মেনিয়ার প্রেসিডেন্ট, কিউবার প্রেসিডেন্ট, ইরাকের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং লেবাননের পার্লামেন্ট স্পিকার আলাদা আলাদা বার্তা পাঠিয়ে সৈয়দ ইবরাহিম রাইসিকে অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ খবর